Monday, March 27, 2017

Verb: Its Time and Tense Part 2


Simple Past Tense : সাধারন অতীতকাল
Verb ‘to be’
Singular
Plural
আমি ছিলাম- I was
আমরা ছিলাম - We were
তুমি ছিলে - You were
তোমারা ছিলে - You were
আপনি ছিলেন -You were
আপনারা ছিলেন- You were
সে ছিল -He was
তারা ছিল - They were
সে ছিল- She was
এগুলি ছিল- These were
এটা ছিল- It was
ছাত্ররা ছিল - Students were
রাম ছিল - Ram was

 Verb ‘to be’ with complement:
Singular
Plural
আমি যুবক ছিলাম - I was young
আমরা নির্বোধ ছিলাম - We were foolish
তুমি সুস্থ ছিলে -You were well
তোমরা গরীব ছিলে- You were poor
তুমি ধীর ছিলে - You were cool
তোমরা তাঁতি ছিলে- You were weavers
তিনি রাজনীতিক ছিলেন- He was a politician
তারা ধনী ছিল - They were rich
তিনি পীড়িত ছিলেন - He was ill.
তারা সূখী ছিল - They were happy
বালিকাটি সত্যবাদী ছিল- The girl was truthful
জামাকাপড়গুলি অপরিস্কার ছিল - The clothes were dirty
ঘরটি অন্ধকার ছিল- The room was dark


EXERCISE:
A. Translate into English:
আমি দুর্বল ছিলাম। তারা নীরব ছিল। আমরা অমনোযোগী ছিলাম। সে সুখী ছিল। সে নির্দোষ ছিল। বালকগুলি ভীরু ছিল। লোকগুলি বলবান ছিল।
B. Fill in the blanks with am, is, are, was, were:
1. Today………. a bright day. 2) Yesterday it……….raining. 3) The men ………..intelligent. 4) The books………..on the shelf. 5) You ………… absent yesterday. 6) The school…………closed today. 7) The boys………foolish. 8) The box……….empty. 9) It………..full of toys yesterday. 10) The mangoes ………… sweet.

Simple Future: সাধারন ভবিষ্যৎ
Verb ‘to be’
Singular
Plural
আমি হব - I shall be
আমরা হব-we will be
তুমি হবে- you will be
তোমরা হবে- you will be
আপনি হবেন- you will be
আপনারা হবেন-you will be
সে হবে- He will be
তারা হবে-They will be
রাম হবে- Ram will be
হেনা হবে- Hena will be

Verb ‘to be’ with complement:
আমি কৃতকার্জ হব- I shall be successful
আমরা সতর্ক হব-We shall be careful.
আমি একজন সাংবাদিক হব-I shall be a journalist.
আমরা আইনজীবী হব-we will be lawyers
তুমি আনন্দিত হবে-you will be glad
তোমরা শিক্ষক হবে-you will be teachers.
তুমি উকিল হবে-you will be a lawyer
তোমরা খেলয়াড় হবে- you will be players.
তিনি একজন চিকিৎসক হবেন-She will be a doctor.

তারা কেরানি হবে-They will be clerks

সে অধ্যাপক হবে-He will be a professor

সতিশ ও সুমন্ত চিত্রকর হবে-satish and sumonto will be painters.

EXERCISE:
A.Fill in the blanks with ‘shall be’, ‘will be’ :
1. you ………glad. 2) They ……….. careful. 3) Ratan………….a painter. 4)We………..teachers. 5) It…………raining today. 6) He…………absent from school tomorrow. 7) I ……………an honest man. 8) you………..virtuous. 9) You and Robin ……………..successful as students. 10) She ………… a good dancer.
B. Translate into English.

ছেলেগুলি চালাক হবে। তোমরা ধনী হবে। তুমি গায়ক হবে। সে ভালো ছেলে হবে। আমরা সৎ হব। তাঁরা ধার্মিক হবেন। তোমরা নীরব হবে। শিশুগুলি শান্ত হবে। আপনারা শিক্ষিত হবেন। আমি দার্শনিক হব। 
এই অধ্যায়টির ভিডিও দেখার জন্য ক্লিক কর Tense Part 2

Sunday, March 26, 2017

Verb: Its Time and Tenses Part 1

Verb: Its Time and Tenses :Part 1

Tense কথার অর্থ ক্রিয়ার কাল। ক্রিয়াটি কখন ঘটছে বা কখন ঘটেছিল বা কখন ঘটবে এই বিষয়গুলি আমরা জানতে পারি ক্রিয়ার কালের ওপর নির্ভর করে। প্রধানতঃ কাল বা Tense তিনটি ----
1. Present Tense
2. Past Tense    
3. Future Tense

ইংরেজিতে কোন বাক্য লিখতে বা বলতে গেলে প্রথমেই ঐ বাক্যের ক্রিয়ার কাল বা Tense অনুযায়ী বাক্যগঠন করতে হয়। এখানে আমরা তিনটি Tense নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে প্রতিটি Tense এর সরলরুপ ‘to be’ & ‘to have’ verb এর মাধ্যমে শেখান হবে। তারপর অন্যান্য verb দিয়ে শেখান হবে। এভাবে অনুসরন করলে ইংরেজিতে বাক্যগঠন অনেক সহজ হবে।  
Simple Present Tense:  সাধারন বর্তমানকাল
Verb ‘to be’ (হওয়া) am/is/are
Singular:
আমি হই - I am
তুমি হও - You are
আপনি হন- you are
তিনি হন - He is
সে হয়-  She is
সে হয় - He is
সে হন -  She is
এটি হয় -It is
রাম হয় -Ram is


Note: কর্তা আমি হলে বাংলা ‘হই’ ক্রিয়ার ইংরেজি ‘am’ হয়। কর্তা ‘তুমি’ বা ‘আপনি’ হলে ‘হও’ বা ‘হন’ ক্রিয়ার ইংরেজি ‘are’ হয়। কর্তা ‘তিনি’, ‘সে’, ‘ইনি’ ‘এটা’ ইত্যাদি একজনমাত্র ব্যক্তি বা এক্তিমাত্র বস্তু হলে ‘হন’, ‘হয়’, ক্রিয়ার ইংরেজি ‘is’ হয়।
Plural:
আমরা হই - We are
তোমরা হও - You are
আপনারা হন - You are
তাঁরা হন -They are
তাঁরা হয় - They are
এরা হয় - They are
মানুষেরা হয় -Men are
রাম এবং যদু হয় - Ram and Jadu are
লোকেরা হয় - Men are


Note: কর্তা বহুবচন হলে ‘হই’, ‘হও’, হন, হয়, আছি, আছ, আছে, আছেন, ক্রিয়ার ইংরেজি ‘are’ দিয়ে করতে হয়।
আমি ও আমরা ইংরেজিতে First Person, তুমি,তোমরা,আপনারা, তোরা Second Person  এবং বাকি সব Third Person . (যেমন - সে,তোরা,ওরা, রাম, রাধা, বই, খাতা, চেয়ার,টেবিল,বিড়াল,কুকুর)

Verb ‘to be’ with Complement:

Singular
Plural
আমি পীড়িত- I am ill
আমরা দূর্বল - We are weak
তুমি অলস - You are lazy
তোমরা নিষ্ঠুর - You are cruel
আপনি দয়ালু - You are kind
আপনারা মহৎ - You are great
তিনি পরিশ্রমী- He is dilligent
তাঁরা দরিদ্র - They are poor
তিনি বুদ্ধিমতি - She is intelligent
এরা দুষ্ট - They are naughty
সে অসুস্থ - He is unwell
আঙুরগুলি টক -The grapes are sour
এটি মৃত - It is dead


ওপরের দৃষ্টান্তগুলিতে বাক্যের শেষে ill, weak, lazy Adjective ব্যবহার করে বাক্যের অর্থ সম্পুর্ন করা হয়েছে। এই Adjective গুলি না থাকলে বাক্যের অর্থ সম্পুর্ন হত না। তাই এগুলিকে Complement বলে।

EXERCISE

A. Translate into English:
সে অমনোযোগী। মেয়েটি সুন্দরী। তারা দূর্বল। আমি অলস। তোমরা সৎ। আমি সবল। ঘোড়াগুলি সাদা। বাঘ হিংস্র। গাধাটি মৃত। লোকটি ধনী।

B. Fill in the blanks with am,is,are, :
1. Children -------- innocent. 2. The girl……….unhappy. 3. I …….. busy. 4. The boys……. Playful.5. His name ….. Abdul. 6. All men…..mortal.7. All boys…. Fond of games. 8. Metals ……….. very useful. 9. These knives……. new. 10. She and her mother ……… happy.

C. Find the error in the sentences and rewrite them.
1) The ponds is deep. 2) The star are bright. 3)The road are muddy. 4) Men is intelligent. 5) The woman are affectionate. 6) The box are empty 7) This books is old. 
এই অধ্যায়টির Video Lesson দেখার জন্য Click কর Verb : Its Time and Tense: Part 1

Saturday, March 18, 2017

Math Question Paper 2017

hello friends,
 তোমরা কি ২০১৭ সালের অঙ্ক প্রশ্ন দেখেছ? যদি না দেখে থাক তাহলে নিচে দিয়ে দেওয়া হল । আশা করি তোমাদের কাজে লাগবে। আর আমাদের youtube channel Madhyamik Math Class X subscribe করতে ভুলো না। ওখানে আমি তোমাদের অঙ্কের সব অধ্যায় এর সমাধান video আকারে পোস্ট করি।
নিচের লিঙ্ক এ ক্লিক করলেই তুমি আমার চ্যানেলটি দেখতে পাবে। Madhyamik Math Class X






Lesson 7.2 of Class X : Angles in a Circle

Hello Friends,
 আমরা তোমাদের দশম শ্রেনির গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই অধ্যায়ের অঙ্কের সমাধানগুলি এখানে ছবি আকারে দিচ্ছি। যদি তোমরা পুরো অধ্যায়ের ভিডিও টি দেখতে চাও যেখানে আমি পুরোটা সমাধান করেছি তাহলে আমাদের youtube চ্যানেল এ যাও এইখানে ক্লিক করেঃ  Madhyamik Math Class X

আশা করি এই ছবিগুলিও তোমাদের কাজে লাগবে। 




কষে দেখি 7.3 (8 & 9)

কষে দেখি 7.3 (5 , 6 & 7)

কষে দেখি 7.3 (2, 3 & 4)

কষে দেখি 7.2 (10 & 11)

কষে দেখি 7.2 (8,9)

কষে দেখি 7.2 (5,6,7)

কষে দেখি 7.2 (3 & 4)

Friday, March 17, 2017

Math Solution of all chapters of class x

প্রিয় বন্ধুগন,
          আশা করি তোমাদের পড়াশুনা খুব ভাল চলছে।তোমাদের সামনে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক।তাই খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। আর তোমাদের প্রস্তুতিতে সবরকম সাহায্য করার জন্য আমি একটি youtube চ্যনেল বানিয়েছি যেখানে আমি তোমাদের অঙ্ক বিষয়ের সমস্ত অধ্যায়ের সব অঙ্ক বিশদভাবে বুঝিয়ে দি। আশা করি এই ভিডিও গুলি দেখলে তোমাদের অঙ্ক বিষয়ের সব অসুবিধা clear হয়ে যাবে।সুতরাং আমি তোমাদের অনূরোধ করব যে তোমরা নিচের লিঙ্কে ক্লিক করে youtube এ আমার ভিডিও গুলি দেখ এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি subscribe করো। ভিডিওগুলি দেখে যদি তোমাদের কাজে লাগে তাহলে তোমরা সেগুলি share ও করতে পার। এবং যদি কোন doubt থাকে কোন অধ্যায়ে তাহলে আমাকে comment করে জানাতে পার। 
আমার youtube channel টির নাম  Madhyamik Math Class X
youtube channel এ যাওয়ার জন্য ক্লিক করঃ Madhyamik Math Class X

অথবা
Youtube এ গিয়ে search করলেই একটি চ্যানেল এই নামে তোমরা দেখতে পাবে। নিচের ছবিটি আমার চ্যানেল এর cover image.

এছারাও আমি এখানে english বিষয়ের chapter গুলো video Lesson তৈরি করতে চলেছি। সুতরাং ইংরেজি ও অঙ্কের সব সমাধান এখানেই হয়ে যাবে তোমাদের। আজ এখানেই শেষ করছি। আমার নতুন channel এ আমি তোমাদের জন্য অপেক্ষা করে থাকব। ❤❤❤❤